নষ্টনীড়ের ভ্রষ্ট কাহিনী

নষ্টনীড়ের ভ্রষ্ট কাহিনী 


আমাদের নষ্টনীড় সংগীতের আসরে

গভীর ক্ষতের প্রশ্নপত্র জুড়ে

নির্বাচিত রেট্রোস্পেকটিভ।

পরিযায়ী প্রেমের পসরা নিয়ে

পরকীয়া সন্ধ্যায় তোমার রক্তক্ষরণ জুড়ে

দুই বাংলার মানচিত্র।

তবুও চেতনার বিপরীত শব্দতরঙ্গ

রাজসূয়ো যজ্ঞে পৌরহিত্য করে।

এ আঁধার আলোর অধিক নয়,

বৌদ্ধিক কারুকার্যে।

এ আঁধার গর্ভযন্ত্রনা নয়,

মানবিক ঔদার্যে।

জীবনের ফলবন খণ্ড নয়।

নয় সত্য মূল্যে অর্জিত

প্রেমের অখণ্ড অবকাশ।

নয় রাত্রিযাপনের তটভূমি জুড়ে

প্রথম আলোর টাপটুপ পদধ্বনি।

কিংবা আলিঙ্গন নিবিড়

সোহাগ রাতের মায়াবী আশ্বাস।

এ আঁধার জুড়ে রক্তের ধমনী

শুধু লাম্পট্যের ভাষা বলে।

এ আঁধার জুড়ে মানবিক প্রতীতি

ডুবছে অতলে।

 

 (১১/০৮/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন