নারীর মতোন তুমি

নারীর মতোন তুমি


আকাশটাও যদি নীল আঁচল খুলে দাঁড়িয়ে যেত?

তোমার আদরের মতো।  শ্রাবণের বৃষ্টিবিন্দুর ভিতর

পৃথিবীর সমস্ত চুম্বন তোমাকে খুঁজে পেলে-

অক্ষর জুড়ে স্বরলিপির স্বাক্ষরে হয়ত নতুন ভোর।

সমস্ত প্রোটোকল ভেঙ্গে কৃষ্ণা গোদাবরী

তোমার নাভি কুণ্ডের ওমে।  স্লীভলেস ব্যালকোনির মতো

মুক্ত হাসির ঝর্ণায় বিকেল হলে?

মকর সংক্রান্তি স্নানের পূণ্যের মতো সময়।

জাফরানি আবেগে নবান্নের পরমান্নের মতো

তোমার আলিঙ্গনে- মধ্যরাতের সৃজন হলে?

ইতিহাস কেবলই শুশ্রূষার কথা বলে।

ক্লান্ত মরুভূমির নিদ্রায় তোমার বুকের ঢেউয়ের মতো

স্বপ্নগুলো অমৃত সিঞ্চন করলে।

সব প্রেমিক খুঁজে পেতে পারে তার প্রেমিকার হাত।

তোমার চুম্বনের মতো যেন অবশেষে বিপ্লবী প্রভাত।

 

 (১৯/০৮/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন