নির্জনে একা

নির্জনে একা

 

আমি রোজ একটা নির্জন রাস্তায় হেঁটে যাই

গোলাপের পাপড়ির খবর জানা নাই

তবে কাঁটাগুলো গুছিয়ে রাখি সযত্নে

যে হিরণ্যগর্ভের খোঁজে আমার প্রেমিকার অধরে

আদর ছড়িয়ে ছিলাম অকৃপণ

সেখানে সম্প্রতি কার্ফিউ জারী করেছে

নির্বাচিত সরকার

আমার ভালোবাসা গলিত লাভার মতো

ছড়িয়ে যাচ্ছে বাংলার ত্রিভূবনে

না প্রতিটা বুলেটের হিসাব যারা রাখছে

তাদের শহীদবেদীতে

আমার অঞ্জলি পৌঁছাবে কিনা ঠিক নেই

তবু এ বাংলার মাটি হোক স্বদেশী

এই নির্জন পথের সেতুতে

এখনো অনেক মেরামতি বাকি আছে জানি

তবু মতবাদের রামধনুতে ভোলাই নি দুচোখ

ইতিহাস বারবার ভুল করে গেছে বন্ধু

এখন নিজের হাতেই থেকো

গোলাপের পাপড়ি না থাক

কাঁটাগুলো গুছিয়ে তুমি রেখো

 

(০২/০৬/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন