নাজনীন

 

নাজনীন


আমি যেন নবীন হয়ে উঠি আরো,

তোমার ওই ঠোঁটের স্বাদে নাজনীন।

বিবর্ণ প্রাসাদের ছায়া ফেলে পিছনে;

সোনালী আগুনে তোমার সারাদিন--

 

পুড়ে পুড়ে রাঙা হয় রাঙা হয়ে ওঠে

তোমার শরীরে ঐ আমার শরীর

এ দাহ প্রদাহ নয়

পৃথিবীর বয়সী হয়েও অনেক গভীর

 

মৃত সব প্রেমিকের হাহুতাশ

এখনো খেলে বেড়া

তোমার এলো চুলে তবু আমারও মৃত্যু হলে

নাজনীন। আমাকেও কি যাবে বল ভুলে?

 

আজ রাতে প্রলয় হবে না জানি,

তবুও আমার ঢেউ সাঁতরালে তোমার ভিতরে-

পৃথিবী সবুজ হতে পারে মায়া সভ্যতার মশাল নিয়ে

আমাদের নাগরিক ভিড়ে

 

সন্ধ্যার নদীর মতো  তোমার তনুর শ্রী-তে তবু-

সমাগত প্রেম ভালোবাসা সব।

সাম্রাজ্য পতনের মতো লোভ লালসার রেখে যাবে

শেষ অনুভব।

 

(০৫/১০/১২)

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন