নষ্টনীড়ের স্পষ্টকথা

নষ্টনীড়ের স্পষ্টকথা 


ভালোবাসার মানুষ মুখ ফেরালে মনের খোপে

যত নতুন গল্প জমে ওঠে

তত বিক্ষোভ দানা বাঁধে না সব।

 বাঁধলে কি হতো বলা যায় না।

 

ভালোবাসার মানুষ চলে

গেলে ফাঁকা ঘরে সংলাপ জমে ওঠে।

না নতুন কথা হয়ত না।

পুরানো সংলাপে নতুন বিলাপ হতে পারে।

 

ভালোবাসার মানুষ চলে গেলে হয়ত আত্ম নিপীড়নে

স্বস্তি ধরা দিতে পারে।

আত্মহননের সাধ সফল হয় না তবু।

নয়ত জনসংখ্যার সুরাহা হতো হয়ত কিছু।

 

ভালোবাসার মানুষ নিয়ে এমনই সব কত গল্প।

আমাদের ঘরের ভেতরে।

সব সময় নিজেদেরই হূঁশ থাকে কি?

 বিক্ষিপ্ত সময়ের প্রক্ষিপ্ত ব্যবহারে।

 

ভালোবাসার মুখ ফেরানো মানুষগুলো

যখন আবার নতুন করে

ভালোবাসার তত্ব বলে,

আমরা সবাই জানি মানুষ মাত্রেই ভালোবাসায় মন গলে।

 

(৩০/০৭/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন