নিভৃত সংলাপ

নিভৃত সংলাপ


লাল নীল সবুজের বুননে

ধুমায়িত বাসনার স্বাদ

আদরের অক্ষরগুলো জুড়ে

সোহাগের গল্প ছড়িয়ে দিলে

তোমার নাম রাখতাম স্বরলিপি।

অনেকটা আকাশ পেরিয়ে এসে

ঢেউ ভাঙ্গা জলের বৃত্তে

যতটা জীবন করেছি সৃজন;

ততটুকু স্বরবিতান জুড়ে

এসো তবে স্বরলিপি হয়ে।

পাটভাঙ্গা ভালোবাসার,

মেঘ রোদ্দুর বৃষ্টির চোখে

চেয়ে দেখো মরুভূমিও

রূদ্যানে রেখেছে সমস্ত হৃদয়।

গ্লেসিয়ার যুগের শেষে

সবুজ বনানীর ফাঁকে সঙ্গমের সময়।

মরুঝড় থেকে তুষারপাতের রাতে,

উন্মত্ত ভিসুভিয়াসের পিঠে চড়ে

তবুও আদিম রমণী মিলনের রাত ভোলেনি।

শরৎ শিউলি তাই ফুটেছে সময়ে।

নাগরিক রাতের আড়ালে

আজ তাই তোমাকেই ডেকেছি আমি।

তোমার শাড়ীর নিভৃতে

আমাদের অক্ষর

নিরিবিলি ছায়া খুঁজে নিক।

 

(২৭/১০/১২)


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন