নষ্ট রাতের পদ্য

 

নষ্ট রাতের পদ্য

 

একটা দুটো নষ্ট ভ্রূণের মাঝে

জরায়ু জুড়ে কান্না জমে আছে

শয্যা জোড়া নিঝুম আঁধার পোড়ে

শরীর জলে ঢেউ ভাঙ্গে অধরে

 

তবুও গোপন কুলুঙ্গীতে রেখে

কষ্টগুলো বধির হতে শেখে

স্বপ্ন ভাঙ্গা সিঁড়ির রেলিং ধরে

ক্লান্ত শরীর হাঁফিয়ে ওঠে ভোরে

 

তবুও গোপন শিকড় জুড়ে ঢেউ

জুড়িয়ে নেবার মন্ত্র নিয়ে কেউ

আঙ্গুল ছুঁয়ে বাকল যদি হয়

রাত নিশুতি নোংরা তত নয়

 

(২৩/০৪/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন