নাবিক

 

নাবিক

 

সমুদ্র বুকে নিয়ে চলেছে নাবিক;

পাখির ডানা ঝরা আলোর বন্যায় যত নদী

মোহানা খুঁজে পায়--

তত আশা মাস্তুলে খাটিয়ে নাবিকের সংগতি।

যদিও কুয়াশার বন্দরে নোঙর ফেলবে এবং তুলবে আবার।

তবু দিগন্তের রেখায় ঐতিহ্য আর স্মৃতির

বরণডালা নিয়ে স্বপ্নিল ভোর।

দিনান্তের উজানে সন্ধ্যার তটে মায়াবী দুটি হাত

আরক্তিম প্রত্যাশার ধূপ জ্বেলে যদি সার্থকতা পায়;

যুগান্তরের মানুষ: তোমারও আস্তিনে জ্বলবে

বাতিঘরের নয়নপ্লাবী আলো-

নাবিকের স্বপ্ন নিয়ে চোখে।

যে আলো নেভে না নাবিকের মাস্তুলে কখনো।

 

সমুদ্র বুকে নিয়ে

চলেছে নাবিক

সপ্তর্ষীর পথে বতিঘর মুখী।

মহাকাল নিদ্রিত কিনা

জানা যাবে তখন।


(১১/০৫/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন