নির্বিকল্প সমাধি

নির্বিকল্প সমাধি


জীবনের ধারাপাতে মানুষের মন

গুমোট গরম ভাদ্র মাস অথচ মাংসের দোকানে

হাঁড়িকাঠের আগে,

শেষ কয়েক মুহূর্তের জীবন নিয়ে

কি ভাবে অনুভবি খাসি?

 

তথাপি মানুষ বই - এর বহরে

অন্ধকার জমা করে শানানো অক্ষরে

ডিগ্রি’র ছাঁচে ঢালাই মানুষ

সকলেই চলেছে সকলের আগে

মুখে খই ফোটে তুবড়ির মতন মুখস্ত যতই

হৃদয়ও দামী হয়ে ওঠে কাগজের নোটের মতন

মনের জানলায় গুমোট গরম ভাদ্র মাস

ব্যস্ত জীবন অভ্যস্ত তাতেই

চমক চমকে ওঠে সর্বজ্ঞ মানুষে

পৃথিবীও বুঝি গৃহপালিত মানবের ঘরে

ঈশ্বর তখনও নির্বিকার হাঁড়িকাঠের দিকে চেয়ে।

 

(১৯৯০)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন