নিপুণ অহঙ্কার, তবু

নিপুণ অহঙ্কার, তবু


তোমার গোপন কথারা যবনিকার অন্তরালে

নিচু স্বরে তৎপর হলে---

রাজহংসী গ্রীবার বিভঙ্গে তোমার বরাভয় বাণী।

সব কথাই দৃশ্যমান নয়। নয় হো হো হাসি।

নিপুণ ছুরির চকিত মোচড়ে

রাজত্ব বেহাত সন্ধ্যায় তুমি সাফল্যের হাসি।

সাম্রাজ্যের উচ্ছ্বসিত দেওয়ালে

চীনের প্রাচীর হওয়ার সাধ।

তবু ভিন্ন জনপদ

সময়কে মেপে নিতে চেয়ে তোলেনি দেওয়াল এখনো।

লেখেনি স্লোগান কোনো।

তবু নোঙর দেখনি তুমি? প্রত্যয়ের।

অশান্ত যুক্তি তক্ক গপ্পের সূতিকা গৃহে?

অনেক দুরূহ কষ্ট

পাক খায় মাথার ভিতরে।

"বঙ্কিম দৃষ্টির ইসারা"

আসরে নামেই যদি।

থাক তাতে ক্ষতি নেই

এসময়।

এথেন্স রোম বার্লিন ভূপতিত।।

এবার তোমার অহংকার।

 

(০৬/০৫/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন