নির্ভয়

নির্ভয়


তোমার কথা মনে করে যত দূর ভালোবাসা যায়

বেসে দেখেছি এ হৃদয় অতলান্ত নয়।

রোজকার দেখাশোনার বাইরে অন্য কোথাও

কোনো অচিনপুরীর সিংহদ্বারে

কিংবা ধরো, তোমার স্বপ্নের ছন্দে যেখানে চলে যাও!

সেরকম কোথাও তোমার গন্ধের টানে

খুঁজতে চেয়েছি কি আমি জীবনের মানে?

এ জীবন কোনো কবির মায়াবী আঁচল নয়।

শব্দের নিপুণ আঁচড়ে মানসকন্যার প্রেম

জীবনের আটপৌরে ফ্রেমে হবে মায়াময়?

 

এখানে আমার তুলিতে জীবনের রঙ, বরং

রোজকার ব্যালেন্সশীটেই বেশি নির্ভয়।

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন