মৃত মোমবাতির আলো

মৃত মোমবাতির আলো

 

পৃথিবীর সব পথ ছেড়ে ঢং ঢং রাতের চাদরে

একান্ত আলাপে আর হয়তো ডাকবো না তোমায়

প্রাচীন অন্ধকারের গভীর নিশুতি

কর্মব্যস্ত নাগরিক ভিড়ে

অনেকটাই বিপর্যস্ত নিভৃত অন্তরে

আমাদের সাররাত –

দরজার চৌকাঠে

নির্লিপ্ত কালো আকাশটার মতো চোখ বুঁজে থাকে,

আমাদের নরম সংলাপে

প্রত্নতত্বের নিরুদ্বেগ কাহিনী জুড়ে ভালোবাসা প্রেম

মৃত মোমবাতির আলো হয়ে জ্বলে

ঐতিহাসিকের নির্মম আতস কাঁচে

হয়তো তোমার আমার মুখ জুড়ে নিরালম্ব সত্যের আলো

ম্রিয়মান হবে আরও

তবুও সঙ্গম গোপনে

নিভৃত আদরগুলো আত্মসমর্পনের

অম্লান তৃপ্তিটুকু যেন আবারও হারালো

পৃথিবীর সব পথ ছেড়ে

ঢং ঢং হৃদয় অন্তরে

আমিও পারিনি তোমার মতো,

একটিবার বিহ্বল হতে নাগরিক ভিড়ে

 

 (০৭/০৭/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন