মাঝে মাঝে তব দেখা পাই

মাঝে মাঝে তব দেখা পাই

 

মাঝে মধ্যে আমার

আমারই মৃত্যুর সাথে কানাকানি

ঘন্টা মিনিট কাঁটাকে দিয়ে ফাঁকি

মরণের পিঠে হাত রেখে

দাঁড়িয়ে পড়ি চৌমাথার মোড়ে

অপেক্ষায় থাকি

বুকের ওপর দিয়ে চলে

যাক দুরন্ত দানবীয় ট্রাক

কালবৈশাখীর মরমী ঝড়

উঠুক জীবনমৃত্যুর ঘূর্ণিতে

পুঁতে দিক হঠাৎ

একার চেয়েও একাকী

মরুভূমির হাহাকারের মতো

একাকী একা সে তবু

 

হলুদ গাছের পাতার

ঝরে পড়ার আনন্দের মতো,

ঘূণপোকা ধরা ফাঁপা কাঠের

মুক্তির মতো স্ফূর্তিতে সে

হাতে হাত রাখে

ছায়াপথের আলো এসে

চমকায় আমাদের মুখে

নক্ষত্রের জন্মের আগে

কিংবা পরে; নীহারিকা মণ্ডলের আনন্দ নয়

নয় সব খানি

তুপ্তির সারাৎসার নিয়ে বুকে

কৃষ্ণগহ্বর আরও আন্তরিক

আরও অনুপম

মনে হয় না কি?

 

 (০৯/০৪/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন