মালোবিকাদের ব্রতকথা

মালোবিকাদের ব্রতকথা

 

মেয়েদের রঙে রেখায়

ভালোবাসাদের নিত্য আনাগোনা.

বাসি কাপড়েও তাই

মহাকাব্য লেখা হয়.

যে সূর্যটা হাতছানি দেয় রোজ--

বাসি আচঁলে তার নিত্য

বীজ বোনা.

 

জলপাই রঙের আশাকে পসরা করে

মেয়েদের রোজকার যে দৌড়

সে শব্দে পৃথিবীটা চোখ বোঁজে

রাত আকাশে শ্বাপদের হুঙ্কার

বুড়ো পৃথিবী নিশ্চিন্তে তাই ঘোরে.

 

এসব কথা মালোবিকারা

সব জানে.

শাড়ীর পাড়ে তাই সে আত্মহারা

ভাঙা চশমার টুকরো টুকরো কাঁচে,

জীবন যখন রক্ত ফেলে বাঁচে.

মেয়েদের রঙে রেখায়

সুর ধরে যায় ভালোবাসার গানে

 

(১৯৯২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন