মাল্টিপ্লেক্স

মাল্টিপ্লেক্স

 

আমার এই সকাল ভোরের মুখ:

চায়ের কাপে প্রথম চুমুক।

ঝাঁচকচকে রোদ

থমকে যাবে মেঘলা মনের চৌকাঠে।

ধূমায়িত চায়ের মৌতাত ধুমপায়ী ঠোঁটের সুখটান।

আর মোবাইলের রিমাইণ্ডারে

তোমার সাথে এপয়েন্টমেন্ট। মাল্টিপ্লেক্স।

আমাদের কমপ্লেক্স মনন

মুখোশ রঙিন ঠোঁটে

ভালোবাসার লক্ষ ইলেকট্রনের টাইমিং এবং দৌড়ঝাঁপ।

তুমিও বিশ্বাসের লৌকিকতায় সাবলিল।

সাবলিল আমিও। মিথ্যে বলবো না কেউ

হাসি পড়ে অধরে।

হয়তো পোড়ে জনান্তিকে-

হয়তো জীবন যৌবন ভালোবাসার স্নিগ্ধ সবুজ।

হয়তো প্রাগৈতিহাসিক সময় পেড়িয়ে আসলে এমনই হয়।

হয়তো এই ভালো।

তুমি আমি কেউ কারো নয়।

একটু হাসির সময়।

দামি প্লেট দামী সীট এফোর্ডেবল পার্স।

আমরা মিলব।

মাল্টিপ্লেক্সে সারপ্লাস মানির জৌলুসে।

 

(০৫/০৩/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন