মানুষের মৃত্যু হলে

মানুষের মৃত্যু হলে

 

মানুষের মৃত্যু হলে

মানুষের স্মৃতি এসে তুলে নিয়ে যায় তাকে

শোক প্রস্তাবের আনাচে কানাচে প্রশস্তির ফালি দিয়ে

নিন্দে দোষারোপ উকিঁ ঝুঁকি মারে

সদ্য ফাঁকা ঘরে

অনেকটা হালকা বাতাস

এসে জীবনের খবর রেখে যায়

সকাল সকাল রোজকার বিষণ্ণ রোদ, সেদিন

প্রসন্ন চিত্তে ভোর রেখে যায় ঘরে

মানুষের মৃত্যুতে জল বাতাস রোদ কিচিরমিচির করে

স্মৃতির ঝাঁপি নিয়ে বিব্রত প্রিয়জন ধীরে ধীরে

অন্য কথা পারে

টুকিটাকি রোজকার ছোঁয়া,

শখের জমানো খুচরো ভালোবাসা থেকে

প্রয়োজনের ফরমাশ ধীরে ধীরে স্মৃতির পথ ধরে

মরা মানুষের নিস্প্রয়োজন ঘরে নতুন ধারাবাহিক তখন

জমা খরচের নতুন হিসেব রাখে

সম্ভোগে দূর্ভোগে

অমরতার লোভে

আর বেঁচে থাকার রোগে

 

(২৪/০৭/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন