মাৎস্যন্যায়

মাৎস্যন্যায়

 

জানলার শিকে চোখ রেখেছিলো সুস্থিতি

পশ্চিমের আকাশে তখন দিনের বিদায় প্রস্তুতি

সুস্থিতির চোখ অবশ্য সেদিকে হাঁটে নি

পরিস্থিতির আঙিনায় তাকে অবশ্য দোষ দেয় নি কেউ

 

 

শুধু খান কয়েক চিল

নীচের দিকে তাকিয়ে

চতুর হাসি হেসে গেল

 

আর

 

পাশের নোংরা পুকুরে কটা পোনা মাছ----

বোধহয়, সুস্থিতিকে সমবেদনা জানাতে

উকিঁ দিয়ে যায় দুবেলা

 

১৩/১০/৯০)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন