মাধবীলতা রঙে

মাধবীলতা রঙে

 

খোয়াবসিন্ধুর জলে তিনটে মাছরাঙা

সংবিধান লিখছিল যখন, ঠিক তখনই

আমাদের চৌকাঠে ফরমান জারি হয়ে গেল

সরকারী বদান্যতায় তাল গাছের মতো নয়

ভাবতে হবে মাধবীলতার মতো চলনে

গনতন্ত্রের জয়ঢাকে চাঁটি মারা যাবে তবে

তাল মেলানো তালে অন্যথায় আইনী ছোবল

 

খোয়াবসিন্ধুর জলে এ সংবাদ পৌঁছালে

তৎক্ষনাৎ-মাছরাঙা রঙ কালো করে

ওরা তিনটে মমি পেয়ে গেল

যদিও বিরোধী পক্ষ অনেক বোঝালো

তবু সুখের থেকে বড়ো শান্তি নাই জেনে

আমাদের হৃদয়-বিপ্লবের পতাকায়

হাত মুছে নিয়ে নিয়ত চর্বিত চর্বন

 

তর্পনের জলে আকণ্ঠ বিষে

নীলকণ্ঠ হওয়ার লাইনে প্রচুর ভিড়

মাল্টিপ্লেক্সের নীল নির্জন হাওয়ায়

ভিড়ের আমি ভিড়ের তুমি; --

ভিড়ে থেকে দাও চেনা

মাধবীলতা রঙে

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন