মানুষের সীমানায়

মানুষের সীমানায়

 

মানুষের প্রতি

বিশ্বাসের নোঙর রেখে স্থির-

যে ধ্রুবপদ দিয়ে গেলে বেঁধে;

মানুষের অহংকারের সেই পটে

যত একেঁছি আকাশের নীলে সগরের ছলাৎ ছলাৎ জল

নারীর বসনে চন্দ্রিমা রাতের আভাস

আর সংঘর্ষে শান্তিচুক্তির সনদ;

তত ঘনিয়ে উঠেছে কবি চোরাবালির উল্লাস

ওদিকে অভিজ্ঞ তত্ত্বজ্ঞানির অঙ্গুলি নির্দেশের সীমানায়

অসীমের সাধনা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরী করে,

ধৃতরাষ্ট্র আজ  নিরাপত্তা পরিষদের বৈঠকে

বীণাহীন সভায় যন্ত্রীর আঙ্গুল নাচছে কবি,

ন্যাপামে এটোমে আর প্রতিরক্ষা খাতে

নির্বাক বিধাতা

সময় জপছেন পাগলের মত

না সুন্দর না ভালোবাসা

না আমি না তুমি

এ জগত প্রপঞ্চময়;

অস্তিত্বের গণিততত্ব নিয়ে

বাকি কিছু অলস দুপুর

আর কিছু নয়।।

 

২৫শে বৈশাখ

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন