অধোবদন

 

অধোবদন

 

খুচরো পয়সার মতো পড়ে রয়েছে

দেখলাম, ভক্তের অঞ্জলি

দেবতার নৈবেদ্যের থালায়

 

আমার সাথে এইসব দৃশ্য

দেখছিলেন, সেই তিনিও

অভ্যস্থ চোখের অভ্যাসে

 

পরস্পর চোখাচোখি হলো

দৃষ্টি বিনিময়, মনে হলো

তিনিও অসহায় বড়ো

 

কার্য এবং কারণ, ওদিকে

উদ্দেশ্য ও বিধেয়, সব

সবই কি স্বার্থ সংশ্লিষ্ট নয়?

 

তিনিও জানেন বোধহয়

ঠুঁটো জগন্নাথ কিংবা শিবনেত্র

গাঁজায় দম দেওয়াটাই দস্তুর

 

সেসময়, আমিও ঘুরলাম

উল্টো দিকে, যে দিকে

মুখ লুকিয়ে তিনিও…

 

৭ই অক্টোবর ২০২৩

 

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন