প্রার্থনা

 

প্রার্থনা

 

আরও কিছুদিন কিছুটা বেশি সময়

বেঁচে থাকি বরং আলো বাতাসে

তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি না

 

সমস্ত রাত ধরে স্বপ্ন দেখি আবারো

বাঘনখ বল্লম থেকে রক্ত ধুয়ে যাক

তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি না

 

ভোরের আলোয় চারপাশে আলো হয়ে

ফুটে উঠুক গৌতম যীশু চৈতন্য

তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি না

 

সকল নশ্বরতার ভিতরে শাশ্বত ভালবাসা

স্থায়ী হোক, দূর হোক অবজ্ঞা অবহেলা

তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি না

 

শয়তানের কারখানাগুলি ধ্বংস হোক

জন্ম হোক ঘরে ঘরে লেলিন চে গুয়েভারা

তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি না

 

আরও কিছুদিন কিছুটা বেশি সময়

আদর দিয়ে যাই বরং নিঃস্বার্থ আনন্দে

তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি না

 

এই আলো বাতাস মাটির আশ্রয়ে

আমরা বরং পরস্পর যূথবদ্ধ থাকি

তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি না

 

মাঝে মাঝে মনে হয় ইতিহাস পাল্টে দিই

কেন এই বসে থাকা নিজের কাছে একা?

তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি না

 

২৫শে অক্টোবর ২০২৩

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন