গন্ধ সমাচার

 

গন্ধ সমাচার

 

পচাগলা শবের গন্ধ আসে

গন্ধ আসে ধ্বংসস্তুপের তলা থেকে

 

গন্ধ আসে বাতাসে পোড়া মাংসের

গন্ধ আসে বারুদ পোড়া আগ্রাসনের

 

গন্ধ আসে ঠুঁটো জগন্নাথদের ঘামের

গন্ধ আসে রাষ্ট্রপুঞ্জের হিমঘর থেকে

 

গন্ধ আসে হায়নার হাসির,

গন্ধ আসে ওয়ার ক্যাবিনেট থেকে

 

গন্ধ আসে অনাথ শিশুর কান্নার

গন্ধ আসে সন্তানহারা জননীর

 

গন্ধ আসে তছনছ হওয়া স্বপ্নের

গন্ধ আসে যুবক যুবতীর লাশের

 

গন্ধ আসে চক্রব্যূহে আটক অভিমন্যুর

গন্ধ আসে শান্তিচুক্তির অট্টহাস্যের

 

গন্ধ আসে গন্ধ আসে গন্ধ আসে দুর্গন্ধের

গন্ধ আসে চক্রান্তের আঁতুরঘর থেকে

 

গন্ধ আসে বোমা বারুদ কামানের থেকে

গন্ধ আসে যুদ্ধ জাহাজ ট্যাঙ্ক মিসাইল থেকে

 

গন্ধ আসে নীরব দর্শকের নীরবতা থেকে

গন্ধ আসে দূরত্বে থাকার কৌশল থেকে

 

গন্ধ আসে ছল চাতুরী শয়তানী থেকে

গন্ধ আসে আমরা-ওরা বৈষম্য বিভেদ থেকে

 

গন্ধ আসে গন্ধ আসে গন্ধ আসে সন্ত্রাসের

গন্ধ আসে রাষ্ট্রযন্ত্রের প্রাণভোমরা থেকে

 

২৬শে অক্টোবর ২০২৩

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন