স্বভাবের দোষে

 

স্বভাবের দোষে

 

ডাকিনি আপনাকে কোনদিন

কোন অবকাশে

 

প্রাণ ভরে নিশ্বাসে প্রশ্বাসে

বিশ্বাসে ভরসায়

 

কোন অমোঘ কারণে হয়তো বা নয়

হয়তো খেয়ালেরই বশে

 

যতদূর চোখ যায়,

পাখির ডানার মতো

স্বপ্নের মায়াময় উৎসবে

 

ততদূর দেখা যায়

মানুষের হাতে নিহত মানুষ

ছায়া হয়ে মিশে যায় ছায়ায়

 

আমি তাই তফাতেই

সকলের পিছনে সকলের শেষে

বোবার মতো কেঁদেছি নীরবে

 

ডাকিনি আপনাকে কোনদিন

কোন অবকাশে

 

যুদ্ধ মারী সন্ত্রাসে, অভুক্তের

মুখের গ্রাসে, দুর্ভাবনায়

 

কোন অমোঘ কারণে হয়তো বা নয়

হয়তো স্বভাবেরই দোষে

 

যতদূর হাঁটা যায়

সক্রেটিস যীশু চৈতন্যের মতো

মানবিক স্নায়বিক কলরবে

 

ততদূর জানা যায়

মানুষের ফাঁদে আটকিয়ে মানুষ

কুরুক্ষেত্র নাগাসাকি হিরোশিমায়

 

আমি তাই তফাতেই

সকলের পিছনে সকলের শেষে

বরাবর থেকেছি নীরবে

 

২৩শে অক্টোবর ২০২৩

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন