গল্পগাথা

 

গল্পগাথা

 

স্বপ্নের গলা জড়িয়ে শুয়ে থাকি

মধ্যরাতের অভিশাপ নিয়ে

মুহুর্তের গল্পগাথা রূপকথার মতো

কিংবদন্তীর হয়ে উঠতে পারে

 

আশেপাশে কেউ নেই যদিও এখন

চারপাশ ফাঁকা থাকে কালের নিয়মে

এদিকে চিন্তার ভাঁজে ভাঁজে

অনন্ত ফাঁক ফোকর আবহমানের

 

করোটি জুড়ে ইতিহাসের মারপ্যাঁচ

গন্ধমদন বোঝায় শিরদাঁড়া বেঁকে যায়

বুকের ভিতর, সময় সময় কারা যেন

কড়া নাড়ে গভীর তর্জনে তর্জনী উঁচিয়ে

 

আমি জানি, তারপর সন্ধ্যা ফুরিয়ে এলে

পায়ে পায়ে বারবনিতার ঘরে ভিড় বাড়ে

জনপদ জুড়ে খালি বোতল গড়াগড়ি খায়

মুখোমুখি টেবিলে পরস্পর বন্ধকি মাথা নিয়ে

 

আমি তাই স্বপ্নের গলা জড়িয়ে শুয়ে

মধ্যরাতের অভিশাপ অজগরের মতো

গ্রাস করে নেয়, সংকল্প সাধনা সব

রূপকথা নয় কিংবদন্তীও নয়, গল্পের মত‌ন

 

২৮শে অক্টো‌বর ২০২৩

 

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন