অহল্যা পর্ব

 

অহল্যা পর্ব

 

কত দিন কত বই বন্ধ মালটে বন্দি

দিনের আলো রাতের অন্ধকার সম

ঘুমিয়ে রয়েছে ভিতরে ভিতরে

 

শব্দ অক্ষর বাক্যের বিন্যাসে

যত কথা নীরব অপেক্ষায়

অহল্যার মতো পাষাণ হৃদয়ে

 

তেমনই এক পা দুই পা, এই আমি

হেঁটে বেড়াই তিন পা দূরত্ব জুড়ে

তুমি রয়ে গেলে তবু কত দূরে

 

আয়ুর কলস কেবলই খালি হয়

আর আমি শূন্য থেকে আরও

গভীর, গভীরতর শূন্যে শূন্যময়

 

তেমনই অনাদী অনন্ত সেই তিনি

তিনিও অহল্যার মতোন রয়েছেন

অপেক্ষায় বসে ভিতরে ভিতরে

 

একটু প্রেমের স্পর্শ, নিবিড় ছোঁয়া

বসন্তের বাতাসের মতো নরম

ভালবাসা আদরের আনন্দ স্বপ্নে!

 

৬ই অক্টোবর ২০২৩

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন