ভাঁড়

 

ভাঁড়

 

মহেঞ্জোদরোর অন্ধকার নিয়ে

চুপচাপ বসে রয়েছি

তৃষ্ণার জলেও বিষপানের জ্বালা

 

মান্ধাতার বাবার আমলের ছায়ারা

আবারো ঘুরে ফিরে, ফিরে আসে

মুখ আয়নায় তাদের ছায়াপাত পড়ে

 

চিতাগ্নির মতো পোড়া দৃশ্যের ক্ষত

তবুও সুস্থ চোখে নিরুত্তাপ আলো

আবহমান ভাঁড়েদের মতো আলোকিত

 

গভীর স্তব্ধতা নিয়ে বোধিবৃক্ষের বেদী

স্থির নেত্রে বোধহয় কাউকে খোঁজে

গৃহদাহের উন্মত্ত আলোর উচ্ছ্বাসে

 

আমিও কি বেহালা বাজাই নিজে?

 

২৮শে অক্টোবর ২০২৩

 

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন