অদৃষ্ট

 

অদৃষ্ট

 

অদৃষ্টে কি লেখা আছে জানি না

সকলের মাঝে বসে আছি

মুখ দেখি, মুখোশও দেখি

বাণী শুনি, বুলিও শুনি

পরামর্শ নিই কখনো সখনো

বিপদে আপদে

তারপরেও উপদেশ দিয়ে যায় অনেকে

 

অদৃষ্টে কি লেখা আছে জানি না

সব পথের ধারেই ঠেক খোলা আছে

ঢাকের বাদ্য শুনি, ঢোল বাজাতে দেখি

তালে তালে ভিড় জমে যায়,

সেই ভিড়ে নিজেকেই খুঁজি

সময়ে অসময়ে

তারপরেও উপদেশ দিয়ে যায় অনেকে

 

অদৃষ্টে কি লেখা আছে জানি না

সর্বদা হাতঘড়িতে দম দিয়ে রাখি

পাছে পিছিয়ে পড়ি কখনো

লাইনচ্যুত হতে কে না ভয় পায়

তাই পায়ে পায়ে চলি, সকলের মাঝে

ভিড়ে, ভিড়ে থাকা ভাল

তারপরেও উপদেশ দিয়ে যায় অনেকে

 

©শ্রীশুভ্র ২৫শে জানুয়ারি ২০২৪

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন