দুঃস্বপ্ন

 

দুঃস্বপ্ন

 

সত্যিই যদি ডাকেন

বসন্তের ক‌োকিলের মতো একান্তে

কাশফুলের আনন্দের মতো

দিগন্তপ্লাবী উৎসবে

সত্যিই যদি ডাকেন

বুকের ওমে, ভালবেসে

 

এই পৃথিবীর জতুগৃহ ছেড়ে

ভোটার লাইনের চক্রব্যূহ ছেড়ে

আশা ভরসা স্বপ্নের খুড়োর-কল

লড়াইয়ের ময়দানে ফেলে রেখে দিয়ে

জানি না সঠিক, পারবো কি’না

ছুটে যেতে একছুটে, সবকিছু ফেলে

 

পায়ে পায়ে জড়িয়ে আসে

লতাগুল্মের মতো পিছুটান

পূর্বপুরুষের কৃতকর্ম

লোভ লালসা কামনা, অভিশাপ

তবু, সত্যিই যদি ডাকেন

বেকুবের মতো এরপরেও…

 

২৪শে অক্টোবর ২০২৩

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন