প্রেমিক

 

প্রেমিক

 

আপনি কি ঈশ্বরের দেখা পেয়েছেন?

জিজ্ঞাসা করেছিলাম,

এক ভক্তকে

চিনতে পেরেছিলেন তিনি

আপনাকে?

আত্মজ বলে?

পাশে টেনে বসিয়ে?

 

একজন অবিশ্বাসীর সাথে

হঠাৎ দেখা

মন্দিরে নয় মসজিদে নয়,

গোরস্থানে।

জানলেন কি করে আপনি!

তিনি নেই?

মৃত্যুর মতো অমোঘ সত্যই কি

শেষ কথা?

 

বন্ধ দরজার মতো চোখ বুঁজে,

দুজনেই

দেওয়ালের মতো বোবা দৃষ্টিতে

নির্বাক

এক পৃথিবী মানুষ,

কেউই দেখেনি তাঁকে

কেউই জানে না

তিনি আছেন না নেই

 

তবু এই আকাশ বাতাস আলো

আর জল

এই পৃথিবীর মুখে বার বার

চুমু খেয়ে

মাটি আর মাটির গভীরে,

আরও বেশি আনন্দ সৃজনে উন্মনে,

প্রশ্ন নয় বিতর্ক নয় কোন

 

আমিও তেমনি কারুর,

প্রেমে পড়বো বলে

মানুষের মুখে মুখ রেখে

বারবার ঠকেছি

এত আদর এত ভালবাসা

এত সময় এমন নিরুদ্বিগ্ন প্রেম

হয়তো মানুষের জন্য নয়

 

২৯শে অক্টোবর ২০২৩

 

 

 

 

 

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন