আলাপ

 

আলাপ

 

এখন সবচেয়ে জরুরী বিষয়টা হল

আপনার সাথে দেখা হওয়াটা

জল ছেড়ে মাছের ডাঙায় ওঠার মতো নয়

নয় জিরাফের মতো মগডালে তাকিয়ে থাকা

 

এখন পরস্পর পরস্পরের হাতে

হাত রেখে চোখের পলকে পলকে

ধানক্ষেতের আলে আলে সোনালি দৌড়

ভাবুন যদি সম্ভব হতো, এখন এইসময়

 

এখন কাস্তে হাতুরি নিয়ে আমরা দুজনে

ধরুন, মানবিক শপথে পথ খুঁজে নিতে

বেথেলহেমের পথে, রক্তার্ত ক্রুশের কাছে

প্রণত, তারপর আসন্ন যুদ্ধের প্রস্তুতি

 

এখন গণ প্রতিরোধের পথে আমরা দুজনে-

ধরুন, নাম লিখিয়ে ফেলেছি গণফৌজে

কমরেড কথাটা বড়ো ক্লিশে হয়ে গিয়েছে

আসুন আমরা বরং পরস্পর অভিন্ন হৃদয়

 

এখন অন্ধ বিশ্বাসের সময় নয়, ভক্তির বিষয়টা

বড়ো গোলমেলে, বরং পরস্পরের ভিতরে

বাস করা অনেক ভালো, সহমর্মীর মতো

জলের ভিতরে মাছ যেমন খেলা করে, শ্বাস নেয়

 

এ জগত প্রপঞ্চময়, তাই পরস্পর হাতে

হাত রাখা ভালো। ভালো হাত ধরে থাকা

বিশ্বাস ভক্তি নয়, সৃষ্টির অনাদি তত্ত্বে

আপনার সাথেই আলাপটা বড়ো জরুরী আজ

 

২৯শে সেপটেম্বর ২০২৩

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন