ফেরা ২.০

 

ফেরা ২.০

 

এসেছিলে, ফিরে গেলে

ফিরে যাওয়া সে’তো শুধু ফেরা নয়

বিবস্ত্র পথের মাঝে

ফেলে দেওয়া লাশের মতো

ফেলে রেখে গেলে, সব স্মৃতি

 

প্রখর রোদের আগুনে

সেই সব স্মৃতির দগ্ধাবশেষ

তবু লেখে তোমার নাম

এই নদীনালা সাঁতরানো

সবুজ ঘাষের দেশ, এই বাংলায়

 

তবু তুমি ফিরে গেছো

একেবারে। চেয়ে দেখনি ফিরে

এখানে আকাশের নীলে

কার আঁচল ওড়ে এখনো

ঘোলাটে স্মৃতির ধুসরতায়

 

ফিরে গেছো, ফিরেই যেতে চলে

তাই বলে আর বাকি সব কিছু

কারা যায় ফেলে? এই উদাসীনতা

ভালো নয়, ভালো নয় সে সত্য

এমন কঠিন কিংবা ক্ষমাহীন অক্লেশে

 

৩০শে মে ২০২৩

©শ্রীশুভ্র

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন