অজগর সন্ধ্যা

 

অজগর সন্ধ্যা

 

পোড়া কবিতার হাড় মাংসের

টুকরো টুকরো স্মৃতি

ছড়িয়ে ছিটিয়ে ছিটকিয়ে

পড়ে রয়েছে, গলি থেকে বাই লেনে

 

শহরের দেওয়াল জুড়ে

কান পাতলে, এখনো শোনা যাবে

ছাই হতে হতে ধূসরতর শব্দের

কানাকানি, ক্লেদ কালিমা গ্লানি

 

অজগর সন্ধ্যার দমবন্ধ সিঁড়িতে

কালি থেকে কলমে শব্দের অক্ষরে

দরাদরি, সময়ের ঘুণপোকায়

কবি, সভাকবি ভক্ত-পাঠক সবই

 

তবু, শতকের ম্লান আলোয়

ইতিহাস পাতা ওল্টাবে

কোন কোন পাণ্ডুলিপির পোড়া

ফসিলে, উষ্ণতা ঘাম ফিরে পেলে

 

২১শে মে ২০২৩

©শ্রীশুভ্র

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন