সময় ফুরিয়ে যায়

 

সময় ফুরিয়ে যায়

 

তবে কি এখনই যাওয়ার সময়

এলো কি চলে?

এই খাট, বিছানা, ধবধবে শাদা চাদর

নিথর নীরব থাকবে পড়ে!

একলা আয়না দাঁড়িয়ে একা

ঘরের কোণে

যাবে না দেখা চোখের ভাষা

আপন মনে

 

তবে কি এখনই বলার সময়‌

যাওয়ার আগে?

শেষ কথাটি হলো না বলা

বলার কথা ছিল যাকে।

একলা স্মৃতি থাকবে পড়ে

শূন্য ঘরে

দমবন্ধ গুমোট বাতাস

সেই কথাটি রাখবে ধরে।

 

৩০শে মে ২০২৩

©শ্রীশুভ্র

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন