পথের পাঁচালি

 

পথের পাঁচালি

 

চেনা পথের জানা দিশায়

রয়েছি দাঁড়িয়ে

পথিকের মতো চোখদুটি তুলে

অনেকটা দূরের দিকে তাকিয়ে

 

রাত্রি ঘনিয়ে এলেও

উপায় কি?, এমন অন্ধকারে

কিংবা ধরা যাক এখন দিন

দিনের আলোতেও, অচেনা পথে

 

কে’ বা পা বাড়াতে চায়?

তবু পথিকের মতো চোখদুটি

মেলে, দূরে দূরান্তরে ছুটোছুটি

পথিকের মতো না হলেও, পথে পথে

 

পথ ভেবে হয়তো বা গোলকধাঁধায়

ঘুরপাক মহাসমারোহে।

তবু পায়ে পায়ে অনেকটা জ্ঞান

জমে ওঠে অজ্ঞান ভাঁড়ারে…

 

৩০শে মে ২০২৩

©শ্রীশুভ্র

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন