সৎ পাত্র ২.০

 

সৎ পাত্র ২.০

 

দেখতে পেলে রাস্তা দিয়ে—

যাচ্ছি আমি জামাই নিয়ে?  

ভাবছো ছেলের দারুণ কামাই

জানতে চাও সে কেমন জামাই?

 

মন্দ নয় সে জামাই ভালো!

বৌয়ের মনে জ্বালতে আলো

দিবা রাত্র করছে যতন

চরিত্রবান স্বামীর মতন

 

বিদ্যে বুদ্ধি? বলছি শোন

বিদ্যের ধার ধারেনি কোন!

কিন্তু ছেলের বুদ্ধি বেশি

বাপ মা তো তাতে’ই খুশি!

 

ধন্যি ছেলের বুদ্ধির ধার

টাকায় কেনা চাকরিটি তার!

বিশ লক্ষ টাকার নোটে

দালাল ধরে কেল্লাফতে

 

পরীক্ষাতে গোল্লা পেলেও

ফেল করেনি সেই ছেলেও

মেরিট লিস্টে নাম তুলেছে

ছাদনাতলায় গিয়ে বসেছে!

 

ধন্যি ছেলের অধ্যবসায়!

শাসকদলের ঘন্টা বাজায়

বেতন তোলে মাস পয়লায়

হেসেখেলে দিন চলে যায়

 

কিন্তু ভায়া আমার কপাল

চাকরিটি তার গিয়েছে যে কাল!

গোদের ওপর বিষের ফোঁড়া

হাকিম সাহেব বেজায় গোঁড়া

 

মাস পয়লার সকল কামাই

ফিরিয়ে ফকির হলো জামাই!

যাহোক এবার জেনেই গেলে

জামাই আমার কেমন ছেলে!

 

১লা এপ্রিল! ২০২৩

©শ্রীশুভ্র

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন