ফাঁক

 

ফাঁক

 

চলে গেছে, যাঁদের চলে যাওয়ার কথা ছিল

সরে গিয়েছে তাঁরাও, যাঁদের তাড়া ছিল খুব

সরে সরে যাওয়ার। ঝরে গেছে আর বাকি সব

 

কিন্তু এই আমি, যেতে পারিনি এখনো

নিজেকে ছেড়ে, নিজেকে নিয়ে যতদূর যাওয়া যায়

ততদূর কজনের যাওয়া হয়? তবু বসে আছি

 

একদিন বাকিদের মতো, আমিও আমাকে ফেলে

চলে যাবো বহু বহু দূরে। স্মৃতি বিস্মৃতির মোহ

মায়াজাল কাটিয়ে, না, কোন খেদ আক্ষেপ নিয়ে না

 

শুধু এইটুকুই বলে যাওয়া ভালো, প্রথম কিংবা শেষ

সবটাই জুড়ে রয়ে গেছে মস্ত বড়ো ফাঁকি, যার ফাঁকে

যত আঁকিবুঁকি, তার সবটাই নিজেকে ভুলিয়ে রাখা। রাখি

 

৩০শে মে ২০২৩

©শ্রীশুভ্র

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন