বেকুব

 

বেকুব

 

যাঁরা বলেছিল, আশা আছে

রাতকানা রাতের আড়ালে

যাঁরা ভেবেছিল কাজ হতে পারে

ভালোবেসে দুহাত বাড়ালে

 

যাঁরা চেয়েছিল, সত্যের জয়

ট্র্যাজেডি’র শেষ রাতে

যাঁরা দেখেছিল স্বপ্নগুলো

বলিষ্ঠ দুই হাতে

 

যাঁরা হেঁটেছিল মিছিল পেড়িয়ে

কানা গলি, গলি পথে

যাঁরা মিলেছিল পা’য়ে পা’য়ে সব

দুর্বার শপথে

 

মাথা কুটে কুটে দেওয়ালে দেওয়ালে

পায়নি সাড়া, জাগেনি তো কেউ

শাসক হেসেছে, হেসেছে সময়

অনড় সমাজ, ওঠেনি তো ঢেউ

 

২১শে মে ২০২৩

©শ্রীশুভ্র

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন