বসে থাকা ভালো

 

বসে থাকা ভালো

 

বসে আছি, যারা বসে থাকে

তাদের মতোন আমিও

কিছুটা প্রেমিক, আদতে বেকুব

 

তুমিও জেনে গিয়েছো সেদিন

সে কথা, নিভৃতে নয় তবু

পথ চলতি পথের দেখায়

 

সেদিনের সেই দুটি চোখ

আর পাঁচটি মেয়ের মতোন

সময়ের জবানিতে স্মার্ট

 

আমি শুধু দেখে নিয়েছি

তোমার সেই চোখে

লেখা আছে কোন ঠিকানা

 

তবু বসে আছি, বসে থাকা ভালো

যারা বসে থাকে, তাদের মতোন

আমিও বেকুব, কিছুটা প্রেমিক তবু

 

৩০শে মে ২০২৩

©শ্রীশুভ্র

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন