তবু মনে পড়ে

 

তবু মনে পড়ে

 

যারা সরে পড়ে, সময়ে সুযোগে

তারা আর আসে না ফিরে

যে চলে গেছে অম্লান রোদের আলো কে

উপেক্ষা করে, আরও দূরে

সুদূর কোন নক্ষত্রের টানে

তার সময়ের মূল্য আছে

 

সন্ধ্যার মিষ্টি বাতাসে

মন ভালো করা কোন কথা

মনে পড়ে গেলে, ভালো কথা

আরও ভালো, ব্যাথা ভুলে

বেদনার আড়াল দিয়ে

সেই কথাগুলিতে সুর দিয়ে যাওয়া

 

সব কথায় সুর লাগে না হয়ত

না লাগুক। সেগুলিও জমা থাক

স্মৃতির বিভ্রম কালে

সেগুলি হয়তো ফিকে হয়ে যাবে

যাক, সব কিছু ধরে রেখে কি হবে?

সব কিছুই ফিকে হয়ে যাবে এককালে

 

২৭শে এপ্রিল ২০২৩

©শ্রীশুভ্র

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন