আগুনখেকো রাক্ষসের মিছিল

 

 

আগুনখেকো রাক্ষসের মিছিল

 

আরও কত অন্ধকার গড়াগড়ি খাচ্ছে, খাবে

আমাদের মাঝ নিশীথের লেখাপড়ায়

রাতের এই অন্ধকার দিয়ে কত অনুভব

কত উপাচার সাজিয়ে চলেছি দিনভর

 

স্মৃতির আবর্জনা জুড়ে বাপ ঠাকুরদা

হাতে নিয়ে গীতা বাইবেল কোরান

সময়ের বিষে সেঁকে নিচ্ছি অন্তর বাহির

আজ এই অন্ধকার জুড়ে দাঁড়িয়ে সবাই

 

পরস্পরের মুখ আয়নায় একই ছবি

মাঝখানে বিষের কৌটোয় প্রাণভোমরা

আমাদের, বাকিটা রাজনৈতিক কুটকচালি

সাংবিধানিক উচ্চাশা থেকে বিষের দহন

 

এই এক আশ্চর্য্য রূপকথা, পাতার পর

পাতা জুড়ে আগুনখেকো রাক্ষসের মিছিল

নৃমুণ্ড হাতে শান্তির বাণী শোনায় নৃপতি

আমরাও মন্ত্রমুগ্ধ ভক্তকুল ভক্তিতে মশগুল

 

রাতের কথাই লিখি তাই দিনভর, এই আলো

এই রোদ এই সব দিন জুড়ে বৃশ্চিক দংশনে

বিষাক্ত অক্ষর অভিশপ্ত কলম বন্ধ দরজার

চৌকাঠে রাবণের চিতা জ্বালিয়ে দিয়ে…

 

৩১শে অক্টোবর’ ২০২১

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন