তারপর

 

 

 

তারপর

 

এর পর থেকে যত কথা আছে

সেসব বরবাদ করে দিয়ে

আকাশের মতো নীল হয়ে যাওয়া ভালো বরং

 

কি কথা বলে আকাশ?

আকাশের নীলে

সোনালি রোদের ডানা মেলে দিয়ে?

 

কোন কথা? আমাদের মতো কি?

প্রতিশ্রুতির শিলান্যাসের দিন, কিংবা

পাকা দেখার আসরে!

 

প্রেমের চিঠির সব লাইন

কার মনে পড়ে? গার্হস্থ ঝঞ্ঝাটে

বাড়ি না ফেরার দিনে!

 

শত্রুর কপালে বুলেটের ক্ষতচিহ্ণ এঁকে দিয়ে

শান্তির ললিত বাণীতে

দেশপ্রেম প্রথম পাঠের মতো

সেসব কথা বলেছিল না’কি

রাতঘুম থেকে উঠে ভোরের

আকাশ, শিশিরের দিকে মুখ করে?

 

তাই আমিও যাবতীয় সব কথা

হলুদ পাতার মতো প্রাগৈতিহাসিক রঙে

ডুবিয়ে দিয়ে আকাশের মতো আজ

 

আরও নীল, আরও নীল হয়ে গিয়ে

গভীরতর নীলে লীন হতে চেয়ে

শব্দহীন নীলের মতো অনাদী অনন্ত দেখো

 

২৩শে অক্টোবর’ ২০২১

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন