মধ্যরাতের সিম্ফনী

 

 

 

মধ্যরাতের সিম্ফনী

 

পরিত্যক্ত এই মন,

ভাঙা কুলোর মতোন যেন

উদোম আকাঙ্খাগুলো

বেআব্রু দৃশ্যের মতোন

বিসদৃশ সময় রচনা করতে থাকে

অপ্রসন্ন বিকেলের মেঘের মতোন

মুখ কালো করে বসে রয়েছি

নিভৃত সংলাপের সময় এখন নয়

দীর্ঘায়িত বেদনার নিশ্ছিদ্র নৌকা

ভবঘুরেদের মতো কাণ্ডজ্ঞানহীন

মাঝ দরিয়ায় ঘুরপাক খায়

মাঝরাতের ছায়াদের পায়চারির শব্দে

ঘুম ভেঙে গেলে, মন খুলে কথা বলা যায়

আসর জমে ওঠে উত্তরপুরুষ পূর্বপুরুষে

 

১১ই নভেম্বর’ ২০২১

©শ্রীশুভ্র

 

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন