আদরের সাতকাহন

 

 

 

আদরের সাতকাহন

 

কিছুটা আদর জমিয়ে রাখি রোজ

না, ব্যাংক ব্যালেন্সের মতো নয়,

সুদ নয়, আসলটুকুই সম্বল থাক বরং

 

তুমিও জমাতে পারো আরো কিছুটা

তোমার নিজের মতো করে

এই পৃথিবীর মতন হয়তো বা

 

আসলে আজকের খবরে

যারা ধনকুবের হলো, তাদের

মতোন নয়, বরং বুদ্ধ কনফুসিয়াস

 

যিশুর মতোন, আরও একটু আদর

জমিয়ে রাখা যাক, সন্তান সন্ততি

শুধু নয়, আপামর মানবসমাজ

 

একদিন, যদি আরও ভালো করে

মিলতে পারে পরস্পর পরস্পরে

আদরে আদরে এক পৃথিবী ভালোবাসায়

 

৯ই অক্টোবর’ ২০২১

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন