মুখোশের মিছিল

 

 

মুখোশের মিছিল

 

এক মাথা চিন্তা নিয়ে বসে থাকা যায়

বসে থাকা ভালো কি? কতদিন বসে থাকা যায়?

মানুষ ফুরিয়ে গেলে মানুষের মতো মুখে

মুখোশের মিছিল পথে নামবে জানি

আগেও নেমেছে, ইতিহাসের পাতায়

ছবি রয়ে গিয়েছে, দেখে নিতে হয়, হবে

 

শাদা শাদা পাতা জুড়ে মানুষের কথা তবু

মানুষের কাছাকাছি আরও বেশি কাছে

আসতে চেয়েছে, আসতে চেয়ে হোঁচট খেয়েছে

পোকামাকড়ের মতোন মানুষের ভিড়

কেবলই জড়ো হয়, হবে মন্দির মসজিদ গীর্জায়

মানুষের কথা নয়, সেকথা কে শুনতে চেয়েছে কবে?

 

আমরা বরং আরও বেশি করে গর্ত খুঁড়ে খুঁড়ে

জমানো সঞ্চয়ে ভাঁড়ার বোঝাই করি,

মদ মাংস মেয়ে মানুষের প্রার্থনায়

ধর্মগ্রন্থ পাঠ জারি থাক আমৃত্য সাধনায়

মানুষ ফুরিয়ে গেলে যাবে যাক, মানুষের মুখ নিয়ে

মুখোশের মিছিল পা মেলাবে শোকে উৎসবে

 

১১ই অক্টোবর’ ২০২১

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন