বোধিবৃক্ষের তলায়

 

 

বোধিবৃক্ষের তলায়

 

বোধিবৃক্ষের তলায়

আর কেউই যায়নি তারপর থেকে

ন্যাড়ারা বেলতলায় যায় বৈকি!

যায়, বার বার যায়

কেউ বা বাধ্য হয়ে, কেউ স্বেচ্ছায়

 

না, তাই বলে বোধিবৃক্ষের তলায়

আমিও যাই নি তাই

দেখিনি গিয়ে, কোথায় বা বসা যায় সাধনায়

এক জীবনে এত ত্যাগ

আমাকে মানায়?

 

এই দেখো এই তুমি

কতবার বেলতলায় গেলে

কখনো বা আমায় নিয়ে, কখনো একা

কটাই বা বেল কুড়ানো গেল বলো

এক জীবনে ফাঁকায় ফাঁকায়?

 

তবু এই আমি, এই তুমি

সেই বেলতলা মুখি ন্যাড়া মাথায়

বেলা অবেলায়, ওদিকে

বোধিবৃক্ষের তলায় মানুষটার সবকিছু স্মৃতি…

পড়ে থাক অবহেলায়

 

৯ই অক্টোবর’ ২০২১

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন