দহন

 

 

 

দহন

 

মৃত্যুর দরজায় কড়া নাড়া ভালো নয় ভেবে

কেরোসিনের ডিবে সরিয়ে রেখে দেখেছি

উসখুস দেশলাই কাঠির ম্রিয়মাণ মুখ

 

অন্তরের অসুখ ঈশ্বরের মতো পরিব্যাপ্ত হলে

চোখের ভাষাও বদলিয়ে যেতে পারে, যায়

তখন জতুগৃহের জানলায় দহনের আরতি

 

রাতারাতি সব কিছু ফেলে, সব কিছু

যা কিছু নিজস্ব, নিজের জড়ো করা

এক জীবনের রঙ্গমঞ্চ জুড়ে……

 

সেসব, সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে

এইভাবে একান্তে মৃত্যুর দরজায়

কড়া নাড়া- ভালো নয়, ভালো নয়

 

৯ই অক্টোবর’ ২০২১

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন