নাগরিক নির্ঘন্ট

 

 

নাগরিক নির্ঘন্ট

 

বেওয়ারিশ লাশের ইচ্ছেগুলোর মতন

টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছি

 

স্মৃতির খাদে, বিস্মৃতির অতলে

আত্মঘাতী বিস্ফোরণের স্প্রিন্টারের মত

 

রেলের লাইন বরাবর ছিটকে পড়ে থাকা

জবানবন্দীগুলি উদ্ধার করেনি কেউ

 

পরিত্যক্ত রেলস্টেশনের ফাঁকা লাইন জুড়ে

এমনই অসংখ্য খবর প্রতিদিন হারিয়ে যেতে থাকে

 

শরীর জুড়ে লেপ্টে থাকা ব্যথায়

বিক্ষুব্ধ সঙ্গমের অসমাপ্ত গল্পমালা

 

ইতিহাসের ফ্রেমের পর ফ্রেমে বাঁধিয়ে

নাগরিক প্রদর্শনীর হলঘরে আমরা সকলে

 

৩১শে অক্টোবর’ ২০২১

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন