প্রশ্ন ছিল প্রশ্ন ছিল

 


প্রশ্ন ছিল প্রশ্ন ছিল

 

আমার কিছু প্রশ্ন ছিল,

রক্তগঙ্গা বইলো অনেক

পুড়লো গৃহ পুড়লো হৃদয়

পড়লো মাথায় লাঠির বাড়ি

 

ধর্ম গ্রন্থ শুদ্ধ হলো?

মানুষ খুনের রাঙা হাতে?

দেব দেবীরা থাকে কোথায়?

মানুষ যখন কাঁদতে থাকে,

 

আমার কিছু প্রশ্ন ছিল,

এই যে আমি এই যে তুমি

পরস্পরের হন্তারক

ধর্মগ্রন্থের বুকে নিয়ে

 

সবই তো সেই যেমন বলো

সংখ্যাগুরু সংখ্যালঘু

এমনটাই কি ধর্ম মতে

সত্যি বলো কাম্য ছিল?

 

২৪শে অক্টোবর’ ২০২১

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন