হন্তারক

 

 

হন্তারক

 

সকাল সকাল মিঠে রোদে আমিও

নেমেছি পথে, যে পথে মানুষের মুখ

যে মুখে খই ফোটে অনর্গল অবিরত

ভিসুভিয়াসের মতো লাভাস্রোত

বিসংবাদের

 

প্রতিদিন খবর হয়ে যায় কত মানুষ

কে কোথায় পড়ে থাকে রথের চাকায়

থেঁতলানো পিঁপড়ের পরিতাপ নিয়ে

তাই নিয়ে বাকিদের উল্লাস দেখা যায়

                                    রণহুঙ্কারের

 

সকাল সকাল মিঠে রোদে তুমিও

নামতে পারো এই পথে, যে পথে

ধর্মগ্রন্থ হাতে জল্লাদেরা মেতেছে উল্লাসে

তুমি আমি আমরা সবাই হন্তারক দেখ

                                    পরস্পরের

 

২৫শে অক্টোবর’ ২০২১


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন