নিঃশব্দ নির্জনতা ভালো

 

 

নিঃশব্দ নির্জনতা ভালো

 

নিঃশব্দ চৌকাঠে দাঁড়িয়ে আছি

ভিতরেও নেই। বাইরেও নয়

দুইদিকেই বহমান সংসার

সময়ের অলিগলিতে প্রাত্যহিক

 

অন্তিম বিশ্বাসের খড়কুটো

হাতড়ায় যারা অনেকটা তাদেরই মতো

আত্মহত্যা ঠেকিয়ে রাখা দায়

তবুও নিঃশব্দ নির্জনতা ভালো

 

ভালো নয় ভাঙনের শব্দ

হারানো শপথ উদসীন অবহেলা

জলের মতো ক্রমাগত গড়িয়ে পড়া

নীচ থেকে আরও আরও নীচে

 

৭ই মে ২০১৮

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন